শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫

নেছারাবাদে গৃহবধূর করুণ পরিণতি: আগুনে প্রাণ গেলো

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে গৃহবধূর করুণ পরিণতি: আগুনে প্রাণ গেলো
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে মানসিক ভারসাম্যহীন এক গৃহবধূ আগুনে পুড়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার দৈহারী ইউনিয়নের বাঁশতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত গৃহবধূর নাম মলিনা হালদার (৪০)। তিনি ওই গ্রামের সুভাষ হালদারের স্ত্রী। ঘটনার সময় কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেন তিনি। স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা করে গুরুতর দগ্ধ অবস্থায় তাঁকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। পরে বরিশাল ও ঢাকা মেডিকেলে নেওয়ার পথে ফরিদপুরের ভাঙ্গায় তাঁর মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা যায়, মলিনা দীর্ঘদিন মানসিক সমস্যায় ভুগছিলেন। কয়েক মাস আগে ফরিদপুর হাসপাতালে তাঁকে চিকিৎসা দেওয়া হয়েছিল।

নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, লাশ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে এবং একটি ইউডি মামলা হয়েছ।

 

 

আরএ/এমআর

বাংলাদেশ সময়: ২০:৪০:২৫ ● ৮৯ বার পঠিত