
শুক্রবার ● ৫ সেপ্টেম্বর ২০২৫
পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীসহ ৮দফা দাবিতে মানববন্ধন
হোম পেজ » পটুয়াখালী » পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রে চাকুরীসহ ৮দফা দাবিতে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
চাকুরী চাই, জমির তিনগুন মূল্য চাই এ দাবিতে পটুয়াখালীর কলাপাড়ায় মানববন্ধন করেছে পায়রা ১৩২০ মেগাওয়াট তাপ বিদ্যুৎকেন্দ্র নির্মাণে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা। শুক্রবার বেলা সাড়ে এগারোটায় জমি অধিগ্রহনে ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্য ও শিক্ষিত বেকার যুব সমাজের আয়োজনে কলাপাড়া প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এসময় বক্তব্য রাখেন ক্ষতিগ্রস্থ পরিবারের সদস্য ও আন্দোলনের সমন্বয়কারী রবিউল আউয়াল অন্তর, জামাল মৃধা, হাসান মৃধা, জুলিয়া ও মীম সহ এলাকার লোকজন।
বক্তারা বলেন, জমি অধিগ্রহণের সময় প্রতি পরিবার থেকে যোগ্যতা অনুযায়ী একজনকে চাকুরি ও জমির তিনগুণ মূল্য পরিশোধের প্রতিশ্রুতি দিয়েছিল বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। গত এক বছর ধরে তারা এ দুই দাবি সহ ৮ দফা দাবিতে আন্দোলন করছেন। কিন্তু তাদের কোন দাবি না মেনে উল্টো নিরীহ গ্রামবাসীদের নামে মামলা দিয়ে হয়রানি করছে বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ। অবিলম্বে তাদের ৮ দফা দাবি মানা না হলে আরও বৃহৎ কর্মসূচি ঘোষণা দেন।
এমবি/এমআর
বাংলাদেশ সময়: ১৩:২৮:৪৭ ● ৯৩ বার পঠিত