বৃহস্পতিবার ● ৪ সেপ্টেম্বর ২০২৫
সুনামগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা নিখোঁজ
হোম পেজ » সর্বশেষ » সুনামগঞ্জে এমপি মনোনয়ন প্রত্যাশী জমিয়ত নেতা নিখোঁজ
সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জে জমিয়ত নেতা মাওলানা মুশতাক আহমদ গাজীনগরী নিখোঁজ রয়েছেন। তিনি আগামী জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশী হিসেবে কাজ করছিলেন।
মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে গাজীনগরী নিজের বাড়ি থেকে সুনামগঞ্জ শহরে যাওয়ার কথা বলে বের হন। এরপর তিনি আর ফেরেননি। পরিবারের সঙ্গে তার কোনো যোগাযোগ হয়নি এবং মোবাইল ফোনেও বারবার কল করা হলেও বন্ধ পাওয়া গেছে।
শান্তিগঞ্জ থানার ওসি মো. আব্দুল আহাদ জানান, পরিবারের পক্ষ থেকে বুধবার থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
সুনামগঞ্জ জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) বলেন, গাজীনগরীর সন্ধানে একাধিক পুলিশ টিমসহ অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কাজ করছে।
বাংলাদেশ সময়: ১০:১০:৩৩ ● ২৭৬ বার পঠিত
