বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫

ভান্ডারিয়ায় নামাজরত শিক্ষার্থীকে পিটালেন প্রধান শিক্ষক!

হোম পেজ » পিরোজপুর » ভান্ডারিয়ায় নামাজরত শিক্ষার্থীকে পিটালেন প্রধান শিক্ষক!
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর

পিরোজপুরের ভান্ডারিয়ায় নবম শ্রেণীর শিক্ষার্থী জিয়াদ হোসেন রিফাতকে পিটিয়ে আহত করার অভিযোগ উঠেছে বোথলা মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ মিস্ত্রির বিরুদ্ধে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) দুপুরে ঘটনাটি ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ক্লাস চলাকালীন সময়ে জিয়াদসহ কয়েকজন শিক্ষার্থী জোহরের নামাজ পড়তে বিদ্যালয়ের নির্ধারিত স্থানে যায়।

এ সময় প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ মিস্ত্রি নামাজরত জিয়াদকে বেত্রাঘাত করেন। বিষয়টি বিদ্যালয় ক্যাম্পাসে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল শুরু করে। পরে প্রধান শিক্ষক সকলের কাছে ক্ষমা প্রার্থনা করেন।

উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আক্তার ঘটনাটি জানতে পেরে প্রধান শিক্ষককে ডেকে সাবধান করেছেন। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জাহাঙ্গীর হোসেন বলেন, আমি বিষয়টি শুনে প্রধান শিক্ষককে উপজেলা নির্বাহী অফিসারের সম্মুখে হাজির করেছি।

অভিযুক্ত প্রধান শিক্ষক শ্যামল কৃষ্ণ মিস্ত্রি জানান, নামাজের আগে ১৫-১৬ জন শিক্ষার্থী জটলা পাকিয়ে ছিল। আমি জিহাদ নামের একজন শিক্ষার্থীকে এসময় পিটিয়েছি।

বাংলাদেশ সময়: ০:১৬:১৭ ● ১০২ বার পঠিত