বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
সুন্দরবনে মাছ ধরার মৌসুম শুরু, প্রথম দিনে ১ হাজার জেলে রওনা
হোম পেজ » খুলনা » সুন্দরবনে মাছ ধরার মৌসুম শুরু, প্রথম দিনে ১ হাজার জেলে রওনা

সাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
তিন মাসের বিরতির পর সুন্দরবনে মাছ ধরার মৌসুম শুরু হয়েছে। সোমবার (১ সেপ্টেম্বর) সকালে বাগেরহাটের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জ থেকে প্রায় এক হাজার জেলে অনুমতিপত্র (পাসপারমিট) নিয়ে বনে প্রবেশ করেন।
রেঞ্জ সূত্র জানায়, যারা নৌকা বা জাল প্রস্তুত করতে পারেননি, তারা পরে পাস সংগ্রহ করে প্রবেশ করবেন। বন বিভাগ সতর্ক করেছে, অভয়ারণ্যে বিষাক্ত দ্রব্য ব্যবহার, পলিথিন- প্লাস্টিক ফেলা বা বনজ সম্পদের ক্ষতি করা যাবে না। নিরাপত্তার জন্য জেলেদের প্রতিটি স্টেশন ও টহল ফাঁড়ির মোবাইল নম্বর সরবরাহ করা হয়েছে। বনরক্ষী ও স্মার্ট পেট্রলিং টিম নিয়মিত টহল চালাবে।
শরণখোলা সাউথখালীর সালাম বয়াতী, সোনাইতলার সবুর ও মোশারফ প্রথম দিনে যেতে পারেননি। তারা জানান, নৌকা এখনো প্রস্তুত হয়নি, কয়েক দিনের মধ্যে কাজ শেষ হবে। তবে অনেক জেলে নতুন দস্যু বাহিনী নিয়ে উদ্বিগ্ন।
শরণখোলা স্টেশন কর্মকর্তা মো. খলিলুর রহমান বলেন, প্রথম দিনে ২৫০ নৌকায় মোট ৬০০ জেলে প্রবেশ করেছেন। শরণখোলার কেন্দ্রিক জেলের সংখ্যা তিন সহস্রাধিক। যারা প্রস্তুত নন, তারা কয়েক দিনের মধ্যে বনে যেতে পারবেন।
শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) রানা দেব জানান, জেলেদের বনের পরিবেশ রক্ষার বিষয়ে সতর্ক করা হয়েছে। বিপদে পড়লে স্টেশন ও টহল ফাঁড়ির সঙ্গে যোগাযোগের নির্দেশ দেয়া হয়েছে। দস্যুভীতি রোধে কোস্টগার্ডসহ আইনশৃঙ্খলা বাহিনী সমন্বিতভাবে কাজ করবে।
বাংলাদেশ সময়: ৭:০৫:১০ ● ১১৫ বার পঠিত
