
বুধবার ● ৩ সেপ্টেম্বর ২০২৫
কুয়াকাটা, হাজীপুর ও তালতলীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!
হোম পেজ » পটুয়াখালী » কুয়াকাটা, হাজীপুর ও তালতলীতে বিদ্যুৎ সরবরাহ বন্ধ!সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
পটুয়াখালীর কুয়াকাটা, হাজীপুর ও তালতলী এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বুধবার (৩ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ তথ্য জানায় পটুয়াখালী পল্লী বিদ্যুৎ সমিতির কুয়াকাটা জোনাল অফিস।
অফিসের এজিএম মোঃ মোতাহার হোসেন বিদ্যুৎ গ্রাহকদের নিয়ে পরিচালিত একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে বার্তায় জানান, পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্রের পাশে ক্যাবল খুঁটির জাম্পার পুড়ে যাওয়ায় এ সমস্যা দেখা দিয়েছে।
তিনি আরও বলেন, জরুরি রক্ষণাবেক্ষণের কাজ চলছে। রক্ষণাবেক্ষণ শেষ হলে পুনরায় বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে।
বাংলাদেশ সময়: ৯:৩৩:৩৩ ● ১২৫ বার পঠিত