
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যু
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় পানিতে ডুবে শিশুর মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পানিতে ডুবে সাইসুল ইসলাম (৪) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২ সেপ্টেম্বর) শেষ বিকেলে উপজেলার টিয়াখালী ইউনিয়নের পূর্ব রজপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত শিশু ওই গ্রামের মোঃ রাকিবুল ইসলামের ছেলে।
পরিবারের সদস্যরা জানান, বিকেলে বাড়ির পাশে খেলার সময় অসাবধানতাবশত পুকুরে পড়ে যায় সাইসুল। পরে তাকে পানিতে ভাসতে দেখে স্থানীয়রা উদ্ধার করে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে যায়, সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
বাংলাদেশ সময়: ২২:৪০:১৪ ● ১১৭ বার পঠিত