
মঙ্গলবার ● ২ সেপ্টেম্বর ২০২৫
গৌরনদীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক আহত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, চালক আহতসাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
মাহিলাড়া ইউনিয়ন পরিষদের সামনে মঙ্গলবার (২ সেপ্টেম্বর ২০২৫) সকালে ঢাকা থেকে আসা একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে একটি গাছে সজোরে ধাক্কা দেয়। এতে চালক পিকআপ ভ্যানের ভেতরে আটকা পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিস স্টেশনের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে।
আহতকে প্রাথমিক চিকিৎসা দিয়ে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।
আহত চালকের নাম মোহাম্মদ হৃদয় (২৫), তিনি নোয়াখালীর বাসিন্দা। এ দুর্ঘটনায় আর কোনো হতাহত নেই বলে জানা গেছে।
গৌরনদী ফায়ার সার্ভিস জানিয়েছে, জনস্বার্থে দুর্ঘটনায় তাৎক্ষণিক উদ্ধার ও সেবা টিম সক্রিয় থাকবে।
বাংলাদেশ সময়: ১৩:০৪:১৭ ● ১২০ বার পঠিত