শনিবার ● ৩০ আগস্ট ২০২৫

ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ গলাচিপায়

হোম পেজ » পটুয়াখালী » ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ গলাচিপায়
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫


গলাচিপায় ভিপি নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

গলাচিপায় গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকেলে স্থানীয় পৌরমঞ্চ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে আবার পৌরমঞ্চের সামনে গিয়ে শেষ হয়।

সমাবেশে বক্তব্য রাখেন গলাচিপা উপজেলা গণ অধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক সোয়েবুর রহমান সোহেল, ছাত্র অধিকার পরিষদের কেন্দ্রীয় সহ-সভাপতি আবু নাঈম, শ্রমিক অধিকার পরিষদের সভাপতি আমির হোসেন, উপজেলা সদস্য সচিব মো. নাজমুল হাসান, পৌর যুব অধিকার পরিষদের সদস্য সচিব মো. বশির রাড়ী এবং ছাত্র অধিকার পরিষদের সভাপতি আরিফ বিল্লাহ।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা গণ অধিকার পরিষদের সদস্য সচিব জাকির মুন্সি, পৌর আহ্বায়ক লিটন মাতব্বর, পৌর সদস্য সচিব রেজা মাহমুদ, যুব অধিকার পরিষদের আহ্বায়ক মোহাম্মদ রাসেল, সদস্য সচিব আবুল হোসেনসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

বাংলাদেশ সময়: ১৮:৩৮:৪৬ ● ৯৪ বার পঠিত