
শনিবার ● ৩০ আগস্ট ২০২৫
দুমকিতে ছাত্রদল আহবায়ককে শোকজ
হোম পেজ » পটুয়াখালী » দুমকিতে ছাত্রদল আহবায়ককে শোকজসাগরকন্যা প্রতিবেদক, দুমকি (পটুয়াখালী)
পটুয়াখালীর দুমকি উপজেলা ছাত্রদলের আহবায়ক চাকলাদার গোলাম সরোয়ারকে শোকজ করেছে জেলা ছাত্রদল।
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে গত ২৯ আগস্ট শুক্রবার জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক মো. হারুন রশীদ স্বাক্ষরিত এক চিঠিতে আগামী ২৪ ঘণ্টার মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হয়।
জেলা ছাত্রদলের আহবায়ক মো. মেহেদী হাসান শামীম চৌধুরী ও সাধারণ সম্পাদক মো. জাকারিয়ার নির্দেশে এ শোকজ করা হয়।
উল্লেখ্য, সম্প্রতি মুরাদিয়া আজিজ আহমেদ ডিগ্রি কলেজ ছাত্রদলের বিতর্কিত কমিটি গঠন ও ৪ নেতার পদত্যাগের ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ রয়েছে, ওই কমিটি গঠনে গোলাম সরোয়ারের অযাচিত হস্তক্ষেপ ছিল।
এমআর
বাংলাদেশ সময়: ৯:৪৫:০৬ ● ১৬৭ বার পঠিত