বুধবার ● ২৭ আগস্ট ২০২৫

সাগরকন্যায় খবর প্রকাশের পর আমতলীতে বাঁধের গাছকাটা মামলার আসামী গ্রেফতার

হোম পেজ » বরগুনা » সাগরকন্যায় খবর প্রকাশের পর আমতলীতে বাঁধের গাছকাটা মামলার আসামী গ্রেফতার
বুধবার ● ২৭ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

সাগরকন্যায় খবর প্রকাশের পরই আমতলী উপজেলার চুনাখালী বাজার স্লুইজগেট সংলগ্ন বন্যা নিয়ন্ত্রণ বাঁধের গাছ কাটার ঘটনায় পুলিশ অভিযান চালায়। এতে মঙ্গলবার দিবাগত রাতে স্থানীয় ব্যবসায়ী জলিল বেপারীকে তার বাড়ি থেকে গ্রেফতার করা হয়। বুধবার তাকে আমতলী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেছে পুলিশ।

গত ২৬ আগস্ট সাগরকন্যায় প্রকাশিত খবরে জানানো হয়, সরকারি বাঁধের শতাধিক মেহগনি, রেইন্ট্রি ও চাম্বলগাছ এক লাখ টাকায় জলিল বেপারীর কাছে বিক্রি করেন পটুয়াখালী গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অফিস সহকারী মো. রুবেল হাওলাদার। এরপর শনিবার থেকে গাছ কাটা শুরু হয় এবং সোমবার রাতে ট্রাকে করে বিপুল পরিমাণ গাছ সরিয়ে নেওয়া হয়।

এ ঘটনায় মঙ্গলবার রাতে বরগুনা পানি উন্নয়ন বোর্ডের কার্যসহকারী আলমগীর হোসেন বাদী হয়ে অফিস সহকারী রুবেল হাওলাদারকে প্রধান আসামি করে ছয়জনের নামে মামলা করেন। ওইদিন রাতেই পুলিশ আসামি জলিল বেপারীকে আটক করে।

মামলার বাদী আলমগীর হোসেন বলেন, ঘটনার সঙ্গে জড়িত সকল আসামিকে গ্রেফতার করলে ভবিষ্যতে আর কেউ সরকারি জমির গাছ কাটতে সাহস করবে না। তিনি দ্রুত অন্য আসামিদের গ্রেফতারের দাবি জানান।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান সাগরকন্যাকে বলেন, জলিল বেপারীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদেরও দ্রুত সময়ের মধ্যে আটক করা হবে।

বাংলাদেশ সময়: ১৫:১৬:১৮ ● ১৯৪ বার পঠিত