
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫
গাঁজার চালানসহ পটুয়াখালীর এক নারী আটক হলেন ফকিরহাটে
হোম পেজ » খুলনা » গাঁজার চালানসহ পটুয়াখালীর এক নারী আটক হলেন ফকিরহাটেসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
বাগেরহাটের ফকিরহাটে দুই কেজি গাঁজাসহ নুপুর আক্তার (৫৫) নামের এক নারীকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (২৬ আগস্ট) শেষ বিকেলে উপজেলার টাউন নওয়াপাড়া মোড়ে ঢাকাগামী একটি বাসে তল্লাশির সময় তাকে আটক করা হয়।
নুপুর আক্তার পটুয়াখালী জেলার মির্জাগঞ্জ থানার কাঁঠালতলী গ্রামের মৃত মোজাম্মেল হকের স্ত্রী। তিনি দীর্ঘদিন ধরে ঢাকার মিরপুর এলাকায় বসবাস করে আসছিলেন।
ফকিরহাট সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম শামীম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকাগামী বাসে অভিযান চালিয়ে নুপুর আক্তারের কাছ থেকে ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এর আগে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।
ফকিরহাট মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রাজ্জাক মীর বলেন, আটক নারীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। বুধবার সকালে তাকে আদালতে পাঠানো হবে।
বাংলাদেশ সময়: ২১:০৮:১৬ ● ১০৩ বার পঠিত