মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫

গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত
মঙ্গলবার ● ২৬ আগস্ট ২০২৫


 

গলাচিপায় কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার ফাইনাল অনুষ্ঠিত

সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)

পটুয়াখালীর গলাচিপায় এন আই সিকদার ফাউন্ডেশনের আয়োজনে কুরআন তিলাওয়াত প্রতিযোগিতার গ্রান্ড ফাইনাল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৬ আগস্ট) উপজেলা অফিসার্স ক্লাবে দিনব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

গলাচিপা কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুহাম্মদ তাওহীদুল ইসলামের তত্ত্বাবধানে আয়োজিত প্রতিযোগিতায় পটুয়াখালীর আটটি উপজেলার মোট ৫৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করেন। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন এন আই সিকদার ফাউন্ডেশনের মহাপরিচালক ডা. ইমাম সিকদার।

প্রতিযোগিতায় প্রধান বিচারক ছিলেন বিশিষ্ট কারী ও ইসলামী ব্যক্তিত্ব শায়েখ আবু সালেহ মোহাম্মদ মুসা। এছাড়া বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন হাফেজ ক্বারী আবু জর গিফারী ও হাফেজ মাওলানা খালেদ সাইফুল্লা।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গলাচিপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সামদানিয়া দরবার শরীফের পীর মাওলানা আবুল কাশেম সামদানী ও এন জেড আলিম মাদ্রাসার অধ্যক্ষ মো. আবদুল হাইসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধি।

প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এন আই সিকদার ফাউন্ডেশনের চেয়ারম্যান নুরুল ইসলাম। এ সময় বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অধিকারীকে ৫০ হাজার টাকা, দ্বিতীয় স্থান অধিকারীকে ৩০ হাজার টাকা, তৃতীয় স্থান অধিকারীকে ২০ হাজার টাকা এবং চতুর্থ থেকে দশম স্থান অধিকারীদের প্রত্যেককে ৫ হাজার টাকা করে নগদ পুরস্কার, সনদ ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।

বাংলাদেশ সময়: ১৮:০৬:৪৪ ● ৪৩ বার পঠিত