
রবিবার ● ২৪ আগস্ট ২০২৫
কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
হোম পেজ » পিরোজপুর » কাউখালীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটকসাগরকন্যা প্রতিবেদক, কাউখালী (পিরোজপুর)
কাউখালীতে ২০পিস ইয়াবাসহ যুবরাজ খান (২৭) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার শিয়ালকাঠী ইউনিয়নের বেলতলা এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
আটক যুবরাজ খান একই এলাকার সেকেন্দার খান এর ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, অভিযুক্ত যুবরাজ খান দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসা করে আসছিল।তার বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে রবিবার ভোরে কাউখালী থানার পুলিশ যুবরাজকে ইয়াবাসহ আটক করে এ সময় তার অপর সঙ্গীরা পালিয়ে যায়।
কাউখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ সোলায়মান মাদক ব্যবসায়ীকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন, ‘আটক যুবরাজের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে কাউখালী থানায় একটি মামলা করা হয়েছে।’
আরএইচআর/এমআর
বাংলাদেশ সময়: ১২:৫৫:৩৭ ● ৩১৫ বার পঠিত