
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫
বিশ্বনাথে নাইট কোচ খাদে: যাত্রীরা আহত
হোম পেজ » সর্বশেষ » বিশ্বনাথে নাইট কোচ খাদে: যাত্রীরা আহত
সাগরকন্যা প্রতিবেদক, ছাতক (সুনামগঞ্জ)
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের বিশ্বনাথ থানার দিঘলী ইসলামপুর এলাকায় শনিবার ভোরে তায়েফ পরিবহনের একটি নাইট কোচ (ঢাকা মেট্রো-ব-১৫-৮৪৬৯) খাদে পড়ে যায়। দুর্ঘটনায় কয়েকজন যাত্রী আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, বাসটি টাঙ্গাইল থেকে সুনামগঞ্জগামী ছিল। মহাসড়কের পাকা রাস্তা থেকে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে উল্টে গেলে যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
জয়কলস হাইওয়ে থানার পুলিশ ও ছাতক ফায়ার সার্ভিস স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে। স্থানীয় জনসাধারণের সহায়তায় আহত যাত্রীদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। উদ্ধারকাজ চলাকালীন যান চলাচল স্বাভাবিক রাখতে ব্যবস্থা নেওয়া হয়।
ওসি সুমন কুমার চৌধুরী জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে পুলিশ ও ফায়ার সার্ভিস যৌথভাবে উদ্ধার কার্যক্রম পরিচালনা করেছে এবং প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১৪:৩৫:৫৯ ● ৯৩ বার পঠিত