শনিবার ● ২৩ আগস্ট ২০২৫

মোংলা বন্দরে নদীতে পড়ে বাল্কহেডের নাবিক নিখোঁজ

হোম পেজ » খুলনা » মোংলা বন্দরে নদীতে পড়ে বাল্কহেডের নাবিক নিখোঁজ
শনিবার ● ২৩ আগস্ট ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)

মোংলা বন্দরের পশুর নদীতে আজ শনিবার সকাল ৬টায় বাল্কহেডের এক নাবিক নিখোঁজ হয়েছে। বন্দরের ৫ নম্বর জেটির বিপরীত পাশে নদীতে পড়ে যান লস্কর মো. রাব্বি।

মেসার্স স্টার শিপিং লাইন্সের মালিকানাধীন বাল্কহেড এমভি. শোভা মোংলা বন্দরের ওই স্থানে অবস্থানকালে দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে নৌবাহিনী, কোস্টগার্ড, বন্দরের ইপিজেড শাখা, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উদ্ধার অভিযান শুরু করে।

মোংলা বন্দর কর্তৃপক্ষের বোর্ড ও জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মাকরুজ্জামান মুন্সী জানিয়েছেন, উদ্ধার কাজ চালাতে ডুবুরি দল নদীতে কাজ করছে। এছাড়া নিরাপত্তা বিভাগ ড্রোন ব্যবহার করে জাহাজের আশপাশের নদী এলাকায় খোঁজ চালাচ্ছে।

উদ্ধার অভিযান এখনো চলমান।

বাংলাদেশ সময়: ১৫:১৬:৩৪ ● ৯৫ বার পঠিত