
বুধবার ● ২০ আগস্ট ২০২৫
মোংলা যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটক
হোম পেজ » খুলনা » মোংলা যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী আটকসাগরকন্যা প্রতিবেদক, বাগেরহাট
কোস্টগার্ড, নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। জব্দকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য প্রায় ২ লাখ ৫১ হাজার টাকা।
বুধবার (২০ আগস্ট) কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।
তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ড মোংলা বেইসের নেতৃত্বে নৌবাহিনী ও পুলিশের সমন্বয়ে মোংলা বন্দর বহুমুখী মাদ্রাসা সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। এ সময় একটি বাড়ি তল্লাশি করে ১ কেজি গাঁজা ও ৪৩৭ পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক হন মোংলার বাসিন্দা মো. বেল্লাল হোসেন (৪০) ও মো. সগির হোসেন (৫২)। জব্দকৃত মাদক ও আটককৃতদের মোংলা থানায় হস্তান্তর করা হয়েছে।
কোস্টগার্ড কর্মকর্তা আরও বলেন, মাদক পাচার রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আনিসুর রহমান জানান, আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বুধবারই আদালতে প্রেরণ করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:৩৩:৪৮ ● ৮৮ বার পঠিত