
সোমবার ● ১৮ আগস্ট ২০২৫
কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন
সাগরকন্যা প্রতিবেদ কলাপাড়া (পটুয়াখালী)
‘অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্য বিষয় নিয়ে নানা আয়োজনে পটুয়াখালীর কলাপাড়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উযাপিত হয়েছে। সোমবার সকাল দশটায় উপজেলা পরিষদ চত্ত্বর থেকে একটি বর্নাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এটি উপজেলা পরিষদ চত্ত্বরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে উপজেলা পরিষদের পুকুরে বিভিন্ন প্রজাতির মাছের পোনা অবমুক্তকরণ শেষে সভা কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কলাপাড়া মৎস্য গবেষণা ইনস্টিটিউটের উর্ধতন বৈজ্ঞানিক কর্মকর্তা অভিজিত বসু, উপজেলা কৃষি কর্মকর্তা আরাফাত হোসেন, সিপিপি কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান, কলাপাড়া প্রেসক্লাব সাবেক সভাপতি হুমায়ুন কবির ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মনিরুজ্জামান খান।
সভায় বক্তারা বলেন, দেশের মৎস্য সম্পদ উন্নয়ন ও সংরক্ষণে জনগণকে আরও সচেতন হওয়ার পাশাপাশি হারিয়ে যাওয়া দেশি মাছগুলো ফিরিয়ে আনতে মৎস্য অধিদপ্তরকে কাজ করতে হবে।
সভা শেষে সফল তিন মৎস্য চাষী সেলিম সিকদার, আবু তালেব ইভান ও হাসান হাওলাদারকে পুরস্কার প্রদান করা হয়।
বাংলাদেশ সময়: ১৫:৪৯:৪২ ● ৩২ বার পঠিত