
রবিবার ● ১৭ আগস্ট ২০২৫
কলাপাড়ার আলীপুরে বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ার আলীপুরে বরফ কলের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
কলাপাড়ার মৎস্যবন্দর আলীপুরের ষ্টার বরফ কলের একটি গ্যাস সিলিন্ডার বিস্ফোরিত হয়েছে শনিবার রাত সাড়ে আটটার দিকে। এসময় গ্যাসের ব্যাপক গন্ধ ছড়িয়ে পড়ে। সেখানে থাকা লোকজন আতঙ্কিত হয়ে নিরাপদ আশ্রয়ে ছুটতে থাকে।
গ্যাসের তীব্র গন্ধে অনেকের শ্বাস নিতে কষ্ট হয়। স্থানীয়রা জানান, গন্ধ প্রায় এক কিলোমিটার এলাকায় ছড়িয়ে পড়ে। কেউ গুরুতরভাবে আহত না হলেও স্থানীয়রা ভবিষ্যতে বড় দুর্ঘটনার আশঙ্কা প্রকাশ করেছেন।
ব্যবসায়ী মো. মাহাতাব হাওলাদার তার ফেসবুক পেজে লিখেছেন, বিস্ফোরণের পর গ্যাসের গন্ধ ছড়িয়ে পড়ে এবং এতে মানুষ আতঙ্কিত হয়। তিনি বলেন, সিলিন্ডার লিকেজ বা পুরনো সিলিন্ডারের কারণে এমন ঘটনা হওয়ার সম্ভাবনা থাকে।
ষ্টার বরফ মিলের মালিককে সংবাদকর্মীরা খোঁজার চেষ্টা করে পায়নি। এদিকে একই বরফ কলে এর আগেও একই ঘটনা ঘটেছে।
কলাপাড়া ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. আবুল হোসেন জানান, খবর পেয়ে তারা ঘটনাস্থলে গিয়ে উচ্চতর কর্মকর্তার পরামর্শ নিয়ে প্রায় এক ঘণ্টা চেষ্টা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। ঘটনাটির কারণ তদন্ত করা হচ্ছে বলেও জানান তিনি।
বাংলাদেশ সময়: ১৬:৪৭:৩৮ ● ৯৭ বার পঠিত