
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫
স্বরূপকাঠীতে পৌর বিদ্যা নিকেতনের পরিচিতি সভায় ইউএনও
হোম পেজ » পিরোজপুর » স্বরূপকাঠীতে পৌর বিদ্যা নিকেতনের পরিচিতি সভায় ইউএনওসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
স্বরূপকাঠীতে প্রয়াত পৌর মেয়র মোঃ দেলোয়ার হোসেন ফারুক প্রতিষ্ঠিত পৌর বিদ্যা নিকেতনের পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৬ আগস্ট) বিকেলে নিকেতনের শ্রেণিকক্ষে অনুষ্ঠানটি হয়। সভাপতিত্ব করেন ৩নং স্বরূপকাঠী ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ। নেছারাবাদ উপজেলা নির্বাহী অফিসার ও স্বরূপকাঠী পৌর প্রশাসক মোঃ জাহিদুল ইসলামের সৌজন্যে সভাটি অনুষ্ঠিত হয়। এসময় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।
বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ রায়হান মাহমুদ, স্বরূপকাঠী পৌর বিএনপির সাধারণ সম্পাদক মইনুল হাসান এবং প্রয়াত মেয়রের সহধর্মিনী মোসাঃ নাদিরা ইয়াসমিন। প্রধান আলোচক ছিলেন কৃষিবিদ ও জাতীয়তাবাদী কৃষকদল কেন্দ্রীয় সংসদের সহ-সমবায় বিষয়ক সম্পাদক মোঃ সিরাজুন্নবী মামুন। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উজিরপুর উপজেলার ইউনিয়ন প্রতাপ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আল-আমিন।
বক্তারা দেলোয়ার হোসেন ফারুকের অবদান স্মরণ করেন। শিক্ষার প্রসার ও সংষ্কৃতি চর্চায় পৌর বিদ্যা নিকেতনের গুরুত্ব তুলে ধরেন তারা।
বাংলাদেশ সময়: ১৮:৩৮:৫০ ● ১৮১ বার পঠিত