শনিবার ● ১৬ আগস্ট ২০২৫

নেছারাবাদে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা
শনিবার ● ১৬ আগস্ট ২০২৫


নেছারাবাদে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা

সাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)

পিরোজপুরের নেছারাবাদে শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব উপলক্ষে আলোচনা সভা ও বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে উপজেলা সনাতনী সম্প্রদায়ের আয়োজনে সাহাপাড়া কেন্দ্রীয় রাধা গোবিন্দ সেবাশ্রমে এ অনুষ্ঠান হয়।

সভায় সভাপতিত্ব করেন স্বরূপকাঠী কেন্দ্রীয় রাধা গোবিন্দ সেবাশ্রমের সভাপতি শ্রী খোকন সাহা। বক্তব্য রাখেন স্বরূপকাঠী পূজা পরিষদের সভাপতি বাবু শাশাংক রঞ্জন সমদ্দার, সাধারণ সম্পাদক ডাঃ সৌরভ সুতার, জন্মাষ্টমী উদ্যাপন কমিটির আহ্বায়ক শ্রী মানিক লাল দত্ত ও মানিক সরকার।

আলোচনা শেষে দুপুরে একটি শোভাযাত্রা বের হয়। এটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে সেবাশ্রমে এসে শেষ হয়। পরে বিভিন্ন এলাকা থেকে আগত ভক্তদের মাঝে প্রসাদ বিতরণের মাধ্যমে উৎসবের সমাপ্তি ঘটে।

বাংলাদেশ সময়: ১৭:০১:২৩ ● ৪৫ বার পঠিত