
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫
এখনই সাবধান না হলে বিপদে পড়তে পারেন আপনিও!
হোম পেজ » প্রযুক্তি » এখনই সাবধান না হলে বিপদে পড়তে পারেন আপনিও!সাগরকন্যা ডেস্ক
সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন প্রান্তে প্রতারণার নতুন কৌশল অবলম্বন করছে সংঘবদ্ধ সাইবার অপরাধীরা। বাংলাদেশ পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে সাধারণ মানুষের মোবাইল নম্বরে ফোন করে বলা হচ্ছে- আপনার মোবাইল হ্যাক হয়েছে, নম্বর ব্লক হয়ে গেছে অথবা অন্যান্য ভুয়া নানা অজুহাত তুলে ধরা হচ্ছে। এরপর তারা চতুরতার সঙ্গে ভুক্তভোগীর কাছ থেকে OTP (One Time Password) সংগ্রহ করে নিচ্ছে।
ভুক্তভোগী একবার OTP দিয়ে দিলে প্রতারকরা তা ব্যবহার করে দ্রুত ভুক্তভোগীর বিভিন্ন ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপস- যেমন WhatsApp, Facebook Messenger, IMO ইত্যাদির নিয়ন্ত্রণ নিয়ে নেয়। এরপর তারা ভুক্তভোগীর পরিচিতদের কাছে জরুরি প্রয়োজনে টাকা লাগার মিথ্যা কথা বলে অর্থ হাতিয়ে নিচ্ছে।
শুধু মেসেজিং অ্যাপ নয়, OTP সংগ্রহের মাধ্যমে ব্যাংক অ্যাকাউন্ট এবং মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (বিকাশ, নগদ, রকেট, উপায় ইত্যাদি) থেকেও প্রতারণামূলকভাবে টাকা উত্তোলনের ঘটনা ঘটাচ্ছে ওই প্রতারকচক্র।
গলাচিপা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আসাদুর রহমান বলেন, বাংলাদেশ পুলিশ তো নয়ই, দেশের কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান কখনোই ফোন করে OTP চায় না। OTP একান্তই ব্যক্তিগত নিরাপত্তা সংক্রান্ত তথ্য- যা কারও সঙ্গে শেয়ার করলে মারাত্মক আর্থিক ক্ষতির শিকার হতে পারেন। তাই সকলকে অনুরোধ করছি, কোনো অবস্থাতেই ফোনে, মেসেজে বা সোশ্যাল মিডিয়ায় প্রাপ্ত OTP কারও কাছে প্রদান করবেন না।
জনস্বার্থে এই সতর্কবার্তা প্রদান করেছে বরিশাল রেঞ্জ, বাংলাদেশ পুলিশ। সাইবার প্রতারণা প্রতিরোধে সকলের সচেতনতা ও সতর্ক আচরণই হতে পারে একমাত্র সুরক্ষা।
বাংলাদেশ সময়: ১৬:২৩:০১ ● ৯৬ বার পঠিত