
শুক্রবার ● ১৫ আগস্ট ২০২৫
দশমিনায় ইসলামি আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ইসলামি আন্দোলনের ৩৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালনসাগরকন্যা প্রতিনিধি, দশমিনা (পটুয়াখালী)
প্রয়োজনীয় রাষ্ট্র সংস্কার, সংখ্যানুপাতিক (PR) পদ্ধতিতে জাতীয় সংসদ নির্বাচন এবং ইনসাফভিত্তিক কল্যাণরাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকাল ১০টায় নলখোলা বন্দর থেকে র্যালি শুরু হয়। শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে শেষ হয়।
পরে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভাপতিত্ব করেন ইসলামি ছাত্র আন্দোলন দশমিনা উপজেলা শাখার সভাপতি মো. বনিউল আমিন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মো. আবু বকর সিদ্দিক। প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদে ইসলামি আন্দোলন পটুয়াখালী-৩ (দশমিনা-গলাচিপা) আসনের মনোনয়নপ্রত্যাশি মুফতি আবু বক্কর সিদ্দিক।
বিশেষ অতিথি ছিলেন ইসলামি আন্দোলন দশমিনা উপজেলা শাখার উপদেষ্টা আজবাহার প্যাদা, ইসলামি আন্দোলন দশমিনা শাখার সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক মাওলানা রুহুল আমিন, ইসলামি যুব আন্দোলন দশমিনা শাখার সভাপতি বাছির ইসলাম এবং সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা জাকির হোসেনসহ অন্যরা।
প্রধান অতিথি বলেন, যে দেশে পাথর দিয়ে মানুষ খুন করা হয়, সেখানে মানুষ ভালো নেই। তিনি সন্তানদের ইসলামি আন্দোলনের শিক্ষা ও আদর্শে গড়ে তোলার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১১:২০:৫১ ● ৯৬ বার পঠিত