বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫

৫৫ হাজার টাকার মোবাইল না পেয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যার চেষ্টা

হোম পেজ » বরগুনা » ৫৫ হাজার টাকার মোবাইল না পেয়ে দশম শ্রেণির ছাত্রের আত্মহত্যার চেষ্টা
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫


আমতলী হাসপাতালে চিকিৎসাধীন সাব্বির

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

বরগুনার আমতলীতে ৫৫ হাজার টাকার মোবাইল ফোন কিনে না দেওয়ায় অভিমানে কীটনাশক পানে আত্মহত্যার চেষ্টা করেছে দশম শ্রেণির ছাত্র সাব্বির মোল্লা (১৭)। বৃহস্পতিবার সকালে দক্ষিণ ঘটখালী গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সাব্বির সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। তার বাবা ওমর ফারুক মোল্লা অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করেন। কয়েকদিন ধরে ছেলে বাবার কাছে ৫৫ হাজার টাকার মোবাইল কিনে দেওয়ার জন্য বায়না ধরছিল। কিন্তু বাবার পক্ষে এত টাকা জোগাড় করা সম্ভব হয়নি।

অভিমানে বৃহস্পতিবার সকালে সাব্বির ১০টি ঘুমের ওষুধ ও কিছু কীটনাশক পান করে। বিষয়টি বুঝতে পেরে স্বজনরা তাকে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। কর্তব্যরত চিকিৎসক ডা. লুনা বিনতে হকের চিকিৎসায় সে প্রাণে বেঁচে যায়।

চিকিৎসা নেওয়া শেষে সাব্বির সাংবাদিকদের বলেন, আমি ভুল করেছি। বুঝতে পারিনি বাবার পক্ষে এত দামের ফোন কেনা সম্ভব নয়।

আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. লুনা বিনতে হক বলেন, কীটনাশক পান করা এক ছাত্রকে চিকিৎসা দেওয়া হয়েছে। বর্তমানে সে সুস্থ আছে।

আমতলী থানার ওসি দেওয়ান জগলুল হাসান বলেন, এ বিষয়ে এখনও কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ১৭:৪৬:৫৪ ● ৮৫ বার পঠিত