
বৃহস্পতিবার ● ১৪ আগস্ট ২০২৫
নেছারাবাদে কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে নেই ভ্যাকসিন
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে কুকুরের কামড়ে আহত ৩০, হাসপাতালে নেই ভ্যাকসিনসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে বেওয়ারিশ পাগলা কুকুরের কামড়ে নারী, শিশু ও বৃদ্ধসহ অন্তত ৩০ জন আহত হয়েছেন। গত বুধবার ও বৃহস্পতিবার দুপুর পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে এসব ঘটনা ঘটে।
উপজেলার কৌরিখাড়া, সুটিয়াকাঠি, অলংকারকাঠি, সোহাগদল ও সারেংকাঠি গ্রামের বহু মানুষ এ হামলার শিকার হন। এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে। স্থানীয়রা দ্রুত বেওয়ারিশ কুকুর নিধনে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানিয়েছেন।
আহতদের মধ্যে ২০ জন নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন এবং বাকিরা স্থানীয়ভাবে চিকিৎসা নেন। গুরুতর আহত ফিমা (৮), আশরাফুল (১১) ও হিজবুল্লাহ (৮) কে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতদের তালিকায় রয়েছেন- নুসরাত (৮), মো. মনির (৩৭), আলিফা (৫), ইয়ামিন (৩), ফেরদৌসি বেগম (৪৫), আশরাফুল (১১), লিমন (১৯), হিজবুল্লাহ (৮), আমর (১১), মরিয়ম (২), আব্দুল্লাহ (৫), সেলিম (৬৩), বর্ণা (১৯), মিম (৭), ফিমা (৮), শাহানা (৪৫) এবং বানারীপাড়া থানার লবণসারা গ্রামের তাইন (১৯)।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আসাদুজ্জামান বলেন, হাসপাতালে এখন কুকুরের কামড়ের প্রতিষেধক ভ্যাকসিন নেই, তাই রোগীদের তা দেওয়া সম্ভব হচ্ছে না। ইতোমধ্যে ১৭ জন হাসপাতালে চিকিৎসা নিয়েছেন এবং গুরুতর আহত তিনজনকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১৫:৪২:২৪ ● ২৪০ বার পঠিত