বুধবার ● ১৩ আগস্ট ২০২৫

পটুয়াখালী মহিলা দলে সভাপতি সীমার সব পদ স্থগিত

হোম পেজ » পটুয়াখালী » পটুয়াখালী মহিলা দলে সভাপতি সীমার সব পদ স্থগিত
বুধবার ● ১৩ আগস্ট ২০২৫


পটুয়াখালী মহিলা দলে সভাপতি সীমার সব পদ স্থগিত

সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী

চাঁদাবাজি, দখলবাজি ও দলীয় নীতির পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে পটুয়াখালী জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা বেগম সীমার দলীয় সব পদ স্থগিত করা হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস ও সাধারণ সম্পাদক সুলতানা আহমেদের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।

একইদিন পটুয়াখালী জেলা মহিলা দলের সিনিয়র সহ-সভাপতি আনোয়ারা খানমকে ভারপ্রাপ্ত সভাপতি হিসেবে মনোনীত করা হয়েছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সিদ্ধান্ত কার্যকর থাকবে।

আফরোজা বেগম সীমার বিরুদ্ধে সাংবাদিককে বেঁধে পেটানোর হুমকির অভিযোগও উঠেছে। ভুক্তভোগী রাকিবুল ইসলাম তনু, এশিয়ান টিভির অনলাইন প্রতিনিধি। ঘটনাটি ঘটে শুক্রবার (৮ আগস্ট) পটুয়াখালীর শেরেবাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের একটি শ্রেণিকক্ষে। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।

বাংলাদেশ সময়: ৪:৫৩:৪৩ ● ১০৫ বার পঠিত