
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
গৌরনদীতে ফেইসবুক পোস্ট নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে আহত
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে ফেইসবুক পোস্ট নিয়ে ব্যবসায়ীকে পিটিয়ে আহত
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে ফেসবুকে কুৎসা রটানোর অভিযোগকে কেন্দ্র করে প্রতিপক্ষের হামলায় এক ব্যবসায়ী আহত হয়েছেন।
আহত ব্যবসায়ী দেলোয়ার রনি রোববার বিকেলে গৌরনদী থানায় গ্রাম পুলিশ আ. মালেক হাওলাদার ও তার পরিবারের ৬ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। শনিবার রাতে পশ্চিম শাওড়া গ্রামে এ ঘটনা ঘটে।
অভিযোগে বলা হয়, মালেক হাওলাদারের ছেলে সৌদি প্রবাসী সুজন হাওলাদারের নামে ‘মিকি ভাইরাস’ নামের একটি ফেসবুক আইডি থেকে কুৎসা রটানো হয়। এ ঘটনায় প্রবাসী রেদওয়ান হৃদয়কে দায়ী করে শনিবার রাত ১১টার দিকে মোল্লাবাড়ি বাসস্ট্যান্ডে জটলা পাকান মালেক হাওলাদার ও তার পরিবারের সদস্যরা।
মোবাইল ফোনে বিষয়টি জানতে পেরে সেখানে যান প্রবাসী হৃদয়ের বাবা দেলোয়ার রনি। তিনি প্রমাণ ছাড়া কাউকে অভিযুক্ত না করার কথা বললে, ক্ষিপ্ত হয়ে মালেক হাওলাদারসহ অন্যরা লোহার রড দিয়ে তার ওপর হামলা চালায়। এতে তার হাতের আঙুল ফেটে যায় এবং শরীরের বিভিন্ন স্থানে জখম হয়।
রনি অভিযোগ করেন, হামলার পর তাকে রাস্তার পাশে ফেলে রাখা হয়। পরে স্বজনরা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেন। চিকিৎসায় বাধা দেওয়া হয় এবং মামলা করলে হত্যার হুমকি দেওয়া হয় বলেও তিনি জানান।
অভিযুক্ত মালেক হাওলাদার অভিযোগ অস্বীকার করে বলেন, তিনি অসুস্থ এবং ঘটনার সময় ধাক্কাধাক্কিতে আরও অসুস্থ হয়ে পড়েছেন। বর্তমানে তিনি বাড়িতে বিশ্রামে আছেন।
বাংলাদেশ সময়: ১৭:০৩:৪১ ● ৯৩ বার পঠিত