
রবিবার ● ১০ আগস্ট ২০২৫
গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধন
হোম পেজ » গণমাধ্যম » গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যার প্রতিবাদে গোপালগঞ্জে মানববন্ধনসাগরকন্যা প্রতিবেদক, গোপালগঞ্জ
গাজীপুরের চান্দনা চৌরাস্তায় দৈনিক প্রতিদিনের কাগজ- এর প্রতিনিধি সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে প্রকাশ্যে নৃশংসভাবে হত্যার ঘটনায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি ও বিচারের দাবিতে গোপালগঞ্জের সাংবাদিকরা মানববন্ধন করেছেন।
আজ রবিবার (১০ আগস্ট) সকালে গোপালগঞ্জ প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন প্রেসক্লাব গোপালগঞ্জের সভাপতি ও বিজয় টিভির প্রতিনিধি জুবায়ের হোসেন, সঞ্চালনা করেন বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি ও বর্তমান গোপালগঞ্জ পত্রিকার সম্পাদক মোস্তফা জামান।
এ সময় বক্তব্য রাখেন- চ্যানেল আই প্রতিনিধি আসাদুজ্জামান বাবুল, চ্যানেল এস প্রতিনিধি কাজী মাহমুদ, দৈনিক ভোরের বানীর স্টাফ রিপোর্টার আমিনুজ্জামান রিপন, দৈনিক প্রতিদিনের কাগজ প্রতিনিধি সোহাগ সেন, গোপালগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক সুজন সিকদারসহ অনেকে।
বক্তারা অবিলম্বে হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের সর্বোচ্চ শাস্তি- ফাঁসির দাবির পাশাপাশি সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বান জানান। তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দাবি মানা না হলে গোপালগঞ্জ থেকে আন্দোলন সারাদেশে ছড়িয়ে দেওয়া হবে।
মানববন্ধনে আরও উপস্থিত ছিলেন- বাংলাদেশ প্রতিদিনের প্রতিনিধি আমিনুল হাসান শাহিন, একাত্তর টিভির প্রতিনিধি আজিজুর রহমান রনি, আরটিভির প্রতিনিধি আব্দুল্লাহ আল মামুন, মানবকণ্ঠের প্রতিনিধি আহমেদ আলী খান, দৈনিক ভোরের পাতার হেমন্ত বিশ্বাস, এসএ টিভির প্রতিনিধি আজিজুর রহমান টিপু, আমার সময় প্রতিনিধি সাজ্জাদ খানসহ শতাধিক সাংবাদিক।
বাংলাদেশ সময়: ১২:১০:১২ ● ৯৪ বার পঠিত