
বৃহস্পতিবার ● ৭ আগস্ট ২০২৫
স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে বরিশালে ছাত্র-জনতার ব্লকেড
হোম পেজ » বরিশাল » স্বাস্থ্যখাতের দুর্নীতির বিরুদ্ধে বরিশালে ছাত্র-জনতার ব্লকেড
সাগরকন্যা প্রতিবেদক, বরিশাল
স্বাস্থ্যখাতের দুর্নীতি, অব্যবস্থা ও হয়রানির প্রতিবাদে বরিশালে সড়ক অবরোধ করেছে ছাত্র-জনতা।
বৃহস্পতিবার (৭ আগস্ট) বেলা সাড়ে ১১টায় নথুল্লাবাদ এলাকায় সড়ক অবরোধ করে তারা। এটি চলমান আন্দোলনের একাদশ দিনের কর্মসূচি।
আন্দোলনকারীরা বলেন, সরকারি হাসপাতালে সিন্ডিকেটের কারণে সাধারণ মানুষ চিকিৎসা পাচ্ছে না। এর প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছেন।
সংগঠক মহিউদ্দিন রনি বলেন, দশ দিন আন্দোলন করেও কাজ হয়নি। তাই বরিশাল অবরোধ করতে বাধ্য হয়েছি। স্বাস্থ্য মন্ত্রণালয় বরিশালের সমস্যা গুরুত্ব দিচ্ছে না- এটা আর মেনে নেওয়া হবে না।
ছাত্র নেতা রিয়াজুল ইসলাম বলেন, স্বাস্থ্যখাত সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ঘরে ফিরব না।
আন্দোলনে অংশ নেন সরকারি ব্রজমোহন কলেজ, বরিশাল বিশ্ববিদ্যালয়, হাতেম আলী কলেজ, বরিশাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। সঙ্গে ছিলেন বিভিন্ন হাসপাতালের ভুক্তভোগী রোগী ও তাদের স্বজনরা।
বিক্ষোভে ‘সিন্ডিকেট ভাঙতে হবে’, ‘শেবাচিমে ভোগান্তি বন্ধ করো’, ‘স্বাস্থ্যখাতে বৈষম্য চলবে না’- এমন নানা স্লোগান দেন অংশগ্রহণকারীরা।
বাংলাদেশ সময়: ১২:৫৫:১৯ ● ১১৩ বার পঠিত