সোমবার ● ৪ আগস্ট ২০২৫
গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৩
হোম পেজ » বরিশাল » গৌরনদীতে বাস নিয়ন্ত্রণ হারিয়ে খালে, আহত ১৩![]()
সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)
বরিশালের গৌরনদীতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফার্নিচারের দোকান ভেঙে খালে পড়ে অন্তত ১৩ জন যাত্রী আহত হয়েছেন।
সোমবার (৪ আগস্ট) ঢাকা-বরিশাল মহাসড়কের বার্থী বাসস্ট্যান্ডের দক্ষিণ পাশে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ঢাকা থেকে ছেড়ে আসা বরিশালগামী শামীম পরিবহনের বাসটি বার্থী এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে রমেশ হালদারের ফার্নিচারের দোকানে ধাক্কা দিয়ে পাশের খালে পড়ে যায়। এতে বাসের যাত্রীদের মধ্যে অন্তত ১৩ জন আহত হন।
গৌরনদী ফায়ার স্টেশনের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
গৌরনদী হাইওয়ে থানার ওসি মো. আমিনুর রহমান বলেন, বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনায় পড়ে। আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং দুর্ঘটনাকবলিত বাসটি জব্দ করা হয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ সময়: ২০:১৫:৫০ ● ২৩৩ বার পঠিত
