
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
আহ্বায়ক শাওন, সদস্য-সচিব রুমী পটুয়াখালী জেলা বিজেপির কমিটি অনুমোদন
হোম পেজ » পটুয়াখালী » আহ্বায়ক শাওন, সদস্য-সচিব রুমী পটুয়াখালী জেলা বিজেপির কমিটি অনুমোদন
সাগরকন্যা প্রতিবেদক, পটুয়াখালী
বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির পটুয়াখালী জেলা আহ্বায়ক কমিটি অনুমোদন পেয়েছে। নতুন কমিটিতে মো. শামসুদ্দোহা শাওনকে আহ্বায়ক ও আব্দুল্লাহ আল নাহিয়ান রুমীকে সদস্য সচিব করা হয়েছে।
রবিবার (৩ আগস্ট) দিবাগত রাতে এ ৫১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি অনুমোদন করেন বাংলাদেশ জাতীয় পার্টি-বিজেপির চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থ।
নবনির্বাচিত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন সাইদুর রহমান, জুলফিকার হাসান (আসিফ), ও মো. রেজাউল করিম। যুগ্ম আহ্বায়ক পদে রয়েছেন এম এ ওয়ারেজ, ডা. সাইফুল আরেফিন, মো. হাসিবুল হাসান (হাসিব), মো. জোবায়ের হোসেন (বিজয়), মো. মানিক খাঁন, মো. সোহান মৃধা।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন: মো. আল-আমিন, ইঞ্জিনিয়ার মো. সাব্বির মাহমুদ, মিজান রহমান, মো. ইব্রাহিম, মো. আবু ইসহাক, মো. শাফায়েত ইসলাম (অলি), আজাদ তালুকদার (মিন্টু), মো. আরিফুজ্জামান (ডালিম), মাইনুর রহমান (প্রিন্স), মো. ইসতিয়াক আহমেদ (তামিম), মো. জাহিদুল, মো. মনির হোসেন, গোলাম সরোয়ার (অপু), মো. মেহেদী হাসান, মো. রাকিবুল ইসলাম শরীফ, মো. জাহিদুল ইসলাম, তুষার মিত্র (শুভ), মো. কাওসার ইসলাম, মো. লিমন, মো. ফাহাদ, মো. সাকিব, মনি, মো. বাদশা, শেখ জুয়েল, মো. নাজমুল, খাঁন হাসিবুল ইসলাম, মো. হাসান, মো. হাসান বসরী, মো. মাইনুল ইসলাম, মো. বাদশা সর্দার, মো. ইমাম হোসেন, মো. সালাম মাস্টার, মো. ফকু মিয়া, মো. মোখলেসুর রহমান, মো. আবুল কালাম, কামরুল, কালাম, শাকিল, শামিম, ডিউক ও জহির।
নবনির্বাচিত নেতৃবৃন্দ দলীয় চেয়ারম্যান ব্যারিস্টার আন্দালিভ রহমান পার্থের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
বাংলাদেশ সময়: ১৭:১০:২৯ ● ১২০ বার পঠিত