
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
কলাপাড়ায় অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট
হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় অচেতন করে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটসাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালীর কলাপাড়ায় পরিবারের সবাইকে চেতনানাশক স্প্রে দিয়ে অচেতন করে তিন ভরি স্বর্ণালঙ্কার ও নগদ দুই লাখ টাকা লুট করে নিয়েছে দুর্বৃত্তরা। রোববার দিবাগত রাতে উপজেলার নীলগঞ্জ ইউনিয়নের নাওভাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে।
ভুক্তভোগীরা হলেন- মো. সহিদুল ইসলাম মীরা (৪৮), তাঁর স্ত্রী মোসা: আকলিমা বেগম (৪২), মা লালবানু (৮৫) ও ছেলে মো. সানাউল্লাহ (২০)। বর্তমানে তাঁরা কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
সহিদুল ইসলাম মীরা জানান, তিনি গরু কেনাবেচার ব্যবসা করেন। প্রতিদিনের মতো রাতের খাবার শেষে পরিবারের সবাই ঘুমিয়ে পড়েন। সকালে অনেক বেলা পর্যন্ত ঘুম না ভাঙায় প্রতিবেশিদের একজন ডাকাডাকি ও রুমের দরজায় ধাক্কা দেন। তখন তিনি জেগে ওঠেন এবং শরীরে অস্বস্তি অনুভব করেন। ঘরে আসবাবপত্র এলোমেলো দেখে বুঝতে পারেন, বাড়িতে চুরি হয়েছে।
তিনি জানান, দুর্বৃত্তরা বাড়ির গেট ভেঙে জানালা দিয়ে চেতনানাশক ওষুধ স্প্রে করে সবাইকে অচেতন করে। পরে ঘরে ঢুকে আলমারিতে গরু কেনার জন্য জমানো দুই লাখ টাকা ও তিন ভরি স্বর্ণালঙ্কার নিয়ে যায়। পরবর্তীতে স্বজনদের সহায়তায় কলাপাড়া হাসপাতালে ভর্তি হন।
এ বিষয়ে কলাপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জুয়েল ইসলাম জানান, খবর পেয়ে হাসপাতালে পুলিশ পাঠানো হয়েছে। চুরির রহস্য উদঘাটনে কাজ চলছে। খুব শিগগিরই দুষ্কৃতকারীদের শনাক্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
উল্লেখ্য, এর আগের দিন শনিবার রাত দুইটার দিকে টিয়াখালী ইউনিয়নের পশ্চিম রজপাড়া গ্রামের বিশকানি এলাকায় আবদুস সোবাহানের বাড়িতে ডাকাতি হয়। ওই ঘটনায় ডাকাতদল বাড়ির সবাইকে হাত-পা বেঁধে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুটে নেয়। কলাপাড়ায় প্রায় প্রতি রাতে চুরি-ডাকাতির এমন ঘটনায় স্থানীয় মানুষের মধ্যে চরম উদ্বেগ দেখা দিয়েছে।
বাংলাদেশ সময়: ১৪:৪৬:০৫ ● ১৬৮ বার পঠিত