
সোমবার ● ৪ আগস্ট ২০২৫
দশমিনায় ডাকাতি: প্রবাসীর স্ত্রীর সম্ভ্রমহানির ভয়ে ছাদ থেকে লাফ
হোম পেজ » পটুয়াখালী » দশমিনায় ডাকাতি: প্রবাসীর স্ত্রীর সম্ভ্রমহানির ভয়ে ছাদ থেকে লাফসাগরকন্যা প্রতিবেদক, দশমিনা (পটুয়াখালী)
পটুয়াখালীর দশমিনা উপজেলার সদর ইউনিয়নের পূজা খোলা এলাকায় এক প্রবাসীর ঘরে ডাকাতির ঘটনা ঘটেছে।রোববার দিবাগত রাত ৩টার দিকে ৪–৫ জনের একটি দল ঘরের গ্রিল কেটে ভেতরে ঢুকে। তারা ঘরের সদস্যদের শারীরিকভাবে নির্যাতন করে। ডাকাতদল নগদ ৫০ হাজার টাকা, প্রায় ৭ ভরি স্বর্ণালঙ্কার এবং সিসি ক্যামেরার রেকর্ডিং হার্ডডিস্ক লুট করে নেয়।
পরিবারের সদস্যরা জানায়, ঘুমিয়ে থাকার সময় ডাকাত দল ঘরে ঢুকে মারধর শুরু করে। প্রবাসীর স্ত্রী শুক্লা রানীকে বেধড়ক মারধর করা হয়। একপর্যায়ে জীবন বাঁচাতে তিনি ছাদ থেকে নিচে লাফ দেন। তার চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে ডাকাতরা লুটপাট চালিয়ে পালিয়ে যায়। পরে স্থানীয়রা শুক্লা রানীকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
সাগরকন্যাকে শুক্লা রানী জানান, মুখ বেঁধে ৫/৬ জনের ডাকাতদল ঘরে ঢুকে তাকে মারধর করে এবং টাকা, স্বর্ণালঙ্কার ও সিসি ক্যামেরার রেকর্ডিং হার্ডডিস্ক নিয়ে যায়। সম্ভ্রমহানির ভয়ও দেখায় ডাকাতরা, এসময় আতঙ্কিত শুক্লা রানী বাসার ছাদ থেকে লাফ দেন।
দশমিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবদুল আলীম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
বাংলাদেশ সময়: ১২:৩৪:৪১ ● ২৩৮ বার পঠিত