শনিবার ● ২ আগস্ট ২০২৫

গৌরনদীতে মাজারের পুকুরে ভেসে উঠল লাশ!

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে মাজারের পুকুরে ভেসে উঠল লাশ!
শনিবার ● ২ আগস্ট ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল)

গৌরনদীর নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠি গ্রামের একটি মাজারের পুকুর থেকে ভাসমান অবস্থায় আরমান ঘরামী (৩৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আজিম উদ্দিন ফকিরের মাজারসংলগ্ন পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত আরমান ঘরামী বরিশালের কালকিনি উপজেলার রমজানপুর গ্রামের দফাদার (গ্রাম পুলিশ) রহমান ঘরামীর ছেলে।

আরমানের বাবা রহমান ঘরামী জানান, তার ছেলে মানসিকভাবে অসুস্থ ছিল। সে প্রায়ই পিঙ্গলাকাঠি বাজারের পাশে ওই মাজারে যেত। শুক্রবার সন্ধ্যায় একজন অজ্ঞাত লাশ উদ্ধার হয়েছে খবর পেয়ে থানায় গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

গৌরনদী থানার পরিদর্শক (তদন্ত) মো. মাহবুবুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে থানায় আনে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানান তিনি। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর (ইউডি) মামলা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৩:০৮:০৮ ● ১৫০ বার পঠিত