বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫

ঢাকা-বরিশাল মহাসড়ক ঘুমেরঘোরে চালক, বাস খাদে: আহত ১১

হোম পেজ » বরিশাল » ঢাকা-বরিশাল মহাসড়ক ঘুমেরঘোরে চালক, বাস খাদে: আহত ১১
বৃহস্পতিবার ● ৩১ জুলাই ২০২৫


দুর্ঘটনা কবলিত বাস

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জে নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে পড়ে অন্তত ১১ যাত্রী আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ জুলাই) দুপুরে ঢাকা-বরিশাল মহাসড়কের রহমতপুর এয়ারপোর্ট মোড়ে দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে কয়েকজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ঢাকা-মেট্রো-ব ১২-১৩৮৫ নম্বরের আন্তরা পরিবহনের বাসটি বেপরোয়া গতিতে চলছিল বলে জানিয়েছে পুলিশ। আহত যাত্রীরা জানান, চালক চোখে ঘুম নিয়ে বাস চালাচ্ছিলেন। একপর্যায়ে বাসটি খাদে পড়ে যায়।

বিমানবন্দর থানার ওসি জাকির সিকদার বলেন, বাসটি বেপরোয়া গতিতে চালানো হচ্ছিল। আহতদের চিকিৎসা দেওয়া হয়েছে। বাসটি উদ্ধার করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৮:৩৯:৫৬ ● ১১১ বার পঠিত