বুধবার ● ৩০ জুলাই ২০২৫

নাজিরপুরে বিএনপির কমিটি চেয়ে সমাবেশ

হোম পেজ » বরিশাল » নাজিরপুরে বিএনপির কমিটি চেয়ে সমাবেশ
বুধবার ● ৩০ জুলাই ২০২৫


নাজিরপুরে বিএনপির কমিটি চেয়ে সমাবেশ

সাগরকন্যা প্রতিবেদক, নাজিরপুর (পিরোজপুর)

 

নাজিরপুরের শাঁখারীকাঠী ইউনিয়নের ৯টি ওয়ার্ড বিএনপির কমিটি কাউন্সিলের মাধ্যমে গঠনের দাবিতে সমাবেশ করেছে স্থানীয় নেতাকর্মীরা।

 

বুধবার (৩০ জুলাই) বিকেলে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সমাবেশ হয়। এতে সভাপতিত্ব করেন সাবেক ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন খান এবং সঞ্চালনায় ছিলেন সাবেক সাধারণ সম্পাদক মো. সাইফুল ইসলাম লিটন।

 

প্রধান অতিথি ছিলেন জেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান মো. নজরুল ইসলাম খান। বক্তব্য দেন উপজেলা আহ্বায়ক কমিটির সদস্য মো. হিরুয়ার রহমান মোল্লা, সাবেক সেচ্ছাসেবক দল সভাপতি মো. রফিকুল ইসলাম টুকু, উপজেলা সেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. রিয়াজ উদ্দিন ফরাজি, কৃষক দলের সাধারণ সম্পাদক মো. মিল্টন মাঝি, সদর ইউনিয়নের সাবেক সাধারণ সম্পাদক মহোর আলী মৃধা ও দেউলবাড়ি ইউনিয়নের সাবেক আহ্বায়ক মো. ফিরোজ কিবরিয়া।

 

বক্তারা বলেন, পকেট কমিটি নয়- সকল ওয়ার্ডে কাউন্সিলের মাধ্যমে কমিটি গঠনে অনড় অবস্থানে রয়েছে নেতাকর্মীরা। বাকি ৪১টি ওয়ার্ডেও কাউন্সিলের মাধ্যমে কমিটি না হলে তারা কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

বাংলাদেশ সময়: ২২:১০:০৩ ● ১৬৬ বার পঠিত