সোমবার ● ২৮ জুলাই ২০২৫
গলাচিপায় সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডকে স্মরণ
হোম পেজ » গণমাধ্যম » গলাচিপায় সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডকে স্মরণ![]()
সাগরকন্যা প্রতিবেদক, গলাচিপা (পটুয়াখালী)
গলাচিপা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক সংবাদ-এর প্রতিনিধি সাংবাদিক মুশফিকুর রহমান রিচার্ডের স্মরণে আলোচনা ও দোয়া অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বিকেল সাড়ে ৫টায় গলাচিপা প্রেসক্লাবে এ আয়োজন করা হয়।
আলোচনায় অংশ নেন- তার বাবা গলাচিপা উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা মো. সিদ্দিকুর রহমান, প্রেসক্লাব সভাপতি সমিত কুমার দত্ত মলয়, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মুনতাসির মামুন, সহ-সভাপতি মো. জাকির হোসেনসহ স্থানীয় ও জাতীয় গণমাধ্যমে কর্মরত প্রায় ত্রিশজন সাংবাদিক।
প্রেসক্লাব ও রিপোর্টার্স ক্লাবের নেতৃবৃন্দ ছাড়াও আলোচনায় অংশ নেন শিক্ষক, জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।
আলোচনার শেষে দোয়া-মোনাজাত পরিচালনা করেন গলাচিপা তহশিল জামে মসজিদের ইমাম মাওলানা হেলাল উদ্দিন এবং হাফেজ মাওলানা নূরে আলম সিদ্দিকি।
গত ২২ জুলাই ঢামেকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান মুশফিকুর রহমান রিচার্ড।
বাংলাদেশ সময়: ২২:১১:১৩ ● ২৭১ বার পঠিত
