
সোমবার ● ২৮ জুলাই ২০২৫
জাতীয় নির্বাচনের প্রস্তুতি কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা
হোম পেজ » পটুয়াখালী » জাতীয় নির্বাচনের প্রস্তুতি কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভাএস এম আলমগীর হোসেন, কলাপাড়া (পটুয়াখালী)
পটুয়াখালী-৪ আসনে নির্বাচনী প্রস্তুতির অংশ হিসেবে কলাপাড়ায় বিএনপির সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৮ জুলাই) বেলা ১১টায় চাকামইয়া ইউনিয়নের নিশানবাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে এ সভা হয়। আয়োজন করে ইউনিয়ন বিএনপি ও অঙ্গসংগঠনসমূহ।
সভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির সভাপতি জসিম উদ্দিন মানিক। সঞ্চালক ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার।
প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সহ-সভাপতি ও পর্যবেক্ষণ টিম প্রধান মোস্তাফিজুর রহমান বাদল তালুকদার। বিশেষ অতিথি ছিলেন সহ-সভাপতি সোহরাব উদ্দিন বিশ্বাস, যুগ্ম সাধারণ সম্পাদক নুরুল কবির ঝুনু ও প্রচার সম্পাদক মোস্তাফিজুর রহমান তালুকদার।
সভায় বক্তব্য দেন উপজেলা বিএনপির জাহাঙ্গীর হোসেন তালুকদার, সেলিম সিকদার, নারী নেত্রী নার্গিস আক্তার, কৃষকদল সভাপতি আঃ সালাম তালুকদার, যুবদল নেতা মজিবুর রহমান, মামুন শিকদার, নাসির উদ্দিন হাওলাদার, দুলাল হোসেন বাবুল ও রিয়াজ উদ্দিন তালুকদার।
বক্তারা আগামী জাতীয় নির্বাচনে বিএনপির প্রার্থী এবিএম মোশাররফ হোসেনকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৫:৩৩:৩৯ ● ২৫১ বার পঠিত