
রবিবার ● ২৭ জুলাই ২০২৫
আ.লীগ নেতারা বিএনপি কমিটিতে, বাদ পড়লেন বিতর্কে
হোম পেজ » সর্বশেষ » আ.লীগ নেতারা বিএনপি কমিটিতে, বাদ পড়লেন বিতর্কে
সাগরকন্যা প্রতিবেদক, সুনামগঞ্জ
সুনামগঞ্জের তাহিরপুরে সদ্যঘোষিত সাত ইউনিয়ন বিএনপির কমিটিতে স্থান পেয়েছিলেন আওয়ামী লীগের দুই নেতা। বিষয়টি জানাজানির পর দলীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে।
শুক্রবার রাতে উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া ও যুগ্ম আহ্বায়ক জুনাব আলী স্বাক্ষরিত প্যাডে কমিটিগুলোর অনুমোদন দেওয়া হয়। এরপর শনিবার বিতর্কের জেরে বড়দল দক্ষিণ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কমিটি থেকে ওই দুই নেতাকে বাদ দেওয়া হয়েছে।
কমিটিতে ছিলেন সাদের খলা গ্রামের প্রয়াত আব্দুর রহমানের ছেলে জেলা শ্রমিক লীগের সহ-শ্রমিক কল্যাণ সম্পাদক জিল্লুর রহমান এবং একই গ্রামের হান্নান মুন্সী, যিনি বিগত জাতীয় নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত স্বতন্ত্র প্রার্থীর পক্ষে কাজ করেছেন।
জিল্লুর রহমান বলেন, আমি কোনো দল করি না। কিভাবে নাম এসেছে, জানি না।
বিএনপি নেতারা অভিযোগ করেন, সুনামগঞ্জ-১ আসনে দলীয় মনোনয়নপ্রত্যাশী আনিসুল হক কমিটিতে জিল্লুরকে রাখার জন্য প্রভাব খাটান।
তবে আনিসুল হক দাবি করেন, আমি কাউকে কমিটিতে রাখতে চাপ দিইনি। দলের প্রতিপক্ষরা ইচ্ছাকৃতভাবে গুজব ছড়াচ্ছে।
উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া জানান, দলীয় ভাবমূর্তি রক্ষায় বিতর্কিত ওই দুইজনকে কমিটি থেকে বাদ দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০১:৩২ ● ২৩৪ বার পঠিত