মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫

বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল পিরোজপুরে

হোম পেজ » পিরোজপুর » বিমান দুর্ঘটনায় নিহতদের স্মরণে শিক্ষা প্রতিষ্ঠানে দোয়া মাহফিল পিরোজপুরে
মঙ্গলবার ● ২২ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর


রাজধানীর উত্তরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সম্প্রতি ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় নিহত ও আহত শিক্ষার্থীদের স্মরণে পিরোজপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে মঙ্গলবার (২২ জুলাই) বিশেষ দোয়া মাহফিল ও শোকসভা অনুষ্ঠিত হয়েছে।


সকাল থেকে বিভিন্ন বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আয়োজিত দোয়া মাহফিলে অংশ নেন শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। মোনাজাতে নিহতদের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি আহতদের দ্রুত সুস্থতা ও পরিবারগুলোর জন্য ধৈর্য প্রার্থনা করা হয়।


পিরোজপুর জেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি সুব্রত রায় বলেন,

“উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে সংঘটিত বিমান দুর্ঘটনা শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠানের নয়- এটি পুরো জাতির হৃদয়ে এক গভীর ক্ষত তৈরি করেছে। নিহতদের জান্নাতের সর্বোচ্চ মর্যাদা কামনা করছি। সেই সঙ্গে আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।

তিনি আরও বলেন, আমরা আশা করি তদন্ত কমিটি যথাযথভাবে কারণ উদঘাটন করবে এবং ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে সরকার কার্যকর পদক্ষেপ নেবে।


স্থানীয়ভাবে আয়োজিত এই দোয়া মাহফিল ও শোকসভাগুলোতে এক হৃদয়বিদারক আবহ বিরাজ করে। শিক্ষক-শিক্ষার্থীদের চোখে ছিল অশ্রু, আর ঠোঁটে একটাই প্রার্থনা- আল্লাহ যেন তাদের জান্নাতবাসী করেন।

বাংলাদেশ সময়: ১৭:৫৫:৩৯ ● ২৬৮ বার পঠিত