সোমবার ● ২১ জুলাই ২০২৫

মহিপুরে ওয়াশ এডুকেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত

হোম পেজ » পটুয়াখালী » মহিপুরে ওয়াশ এডুকেশন ক্যাম্পেইন অনুষ্ঠিত
সোমবার ● ২১ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা

 

‘বসতবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এই স্লোগানে পটুয়াখালীর মহিপুরে ওয়াশ এডুকেশন ক্যাম্পেইন ও আলোচনা সভা হয়েছে।

 

সোমবার (২১ জুলাই) বিকেলে গুড নেইবারস বাংলাদেশ-এর কলাপাড়া সিডিপি অফিস চত্বরে এ আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস।

 

আলোচনায় অংশ নেন সিডিপি মেডিকেল অফিসার ডা. ব্রাইন ভিনসেন্ট, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস, এডমিন ম্যানেজার সুমন ডায়েস ও সাংবাদিক মাইনুদ্দিন আল আতিক।

 

বক্তারা বলেন, পরিচ্ছন্নতা শুধু ব্যক্তি নয়, এটি সামাজিক দায়িত্ব। সুস্থ জীবন নিশ্চিত করতে পরিবেশ রক্ষা, নিরাপদ পানি ও পয়ঃনিষ্কাশনে সচেতনতা জরুরি। তাঁরা জলবায়ু পরিবর্তনের প্রভাব ও রোগ প্রতিরোধে জনসচেতনতার ওপরও গুরুত্ব দেন।

 

পরে ১৫০ দরিদ্র শিশুকে ১টি করে টুথব্রাশ, টুথপেস্ট ও ৫০০ গ্রাম ডিটারজেন্ট পাউডার দেওয়া হয়। আয়োজনটি স্থানীয়দের মধ্যে সাড়া ফেলেছে। আয়োজকরা ভবিষ্যতেও এমন সচেতনতামূলক কার্যক্রম চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

বাংলাদেশ সময়: ১৮:৩৬:২৮ ● ৮২ বার পঠিত