
সোমবার ● ২১ জুলাই ২০২৫
নেছারাবাদে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যু
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে অটোর ধাক্কায় বৃদ্ধের মৃত্যুসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
নেছারাবাদে চলন্ত অটোর (বৌগাড়ি) ধাক্কায় মো. আব্দুল মান্নান হাওলাদার (৬৫) নামের এক পথচারী নিহত হয়েছেন। সোমবার (২২ জুলাই) দুপুরে কুনিয়ারি গ্রামে নিজ বাড়ির সামনে বরিশাল-মঠবাড়িয়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, মান্নান হাওলাদার বাজারে যাওয়ার জন্য বাড়ি থেকে রওনা হলে একটি দ্রুতগতির অটো তাকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে নেছারাবাদ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত মান্নান হাওলাদার কুনিয়ারি গ্রামের মৃত আসমান আলী হাওলাদারের ছেলে।
নিহতের ছেলে মো. সোহাগ বলেন, বাবা রাস্তায় বের হলেই অটো এসে ধাক্কা দেয়। মাথায় গুরুতর আঘাত পান তিনি।
দুর্ঘটনার পর অটোসহ চালককে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেন।
নেছারাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. বনি আমিন সাগরকন্যাকে জানান, গাড়ি ও চালক থানায় রয়েছে। আইনি প্রক্রিয়া চলমান।
বাংলাদেশ সময়: ১৭:৩৯:২০ ● ৩৬৫ বার পঠিত