
রবিবার ● ২০ জুলাই ২০২৫
মোংলায় পুকুরে বস্তাবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার
হোম পেজ » খুলনা » মোংলায় পুকুরে বস্তাবন্দি নবজাতকের মরদেহ উদ্ধার
সাগরকন্যা প্রতিবেদক, মোংলা (বাগেরহাট)
মোংলায় পুকুর থেকে বস্তাবন্দি এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার সকালে পৌর শহরের ছত্তার লেন এলাকায় মারুফ বিল্লাহ নামে এক ব্যক্তির বাড়ির পুকুরে ভাসমান অবস্থায় মরদেহটি দেখা যায়।
বাড়ির মালিকের ছেলে এসএম সাজু সরদার জানান, সকাল ৮টার দিকে পুকুর ঘাটে বস্তাবন্দি কিছু দেখতে পান। খুলে দেখেন ভেতরে নবজাতকের মরদেহ। পরে পুলিশে খবর দেওয়া হয়।
মোংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনিসুর রহমান জানান, এক নবজাতকের মরদেহ উদ্ধার করে থানায় আনা হয়েছে। তদন্তের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৮:৩৪:১৭ ● ১২৪ বার পঠিত