শনিবার ● ১৯ জুলাই ২০২৫
জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি পিরোজপুরে প্রতিবাদে জাসাসের মানববন্ধন
হোম পেজ » পিরোজপুর » জিয়া ও তারেক রহমানকে নিয়ে কটুক্তি পিরোজপুরে প্রতিবাদে জাসাসের মানববন্ধন![]()
সাগরকন্যা প্রতিবেদক, পিরোজপুর
বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছবি অবমাননা ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে কটুক্তির প্রতিবাদে মানববন্ধন করেছে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)।
শনিবার (১৯ জুলাই) বেলা ১১টায় জেলা শহরের বিএনপি কার্যালয়ের সামনে এ কর্মসূচি হয়।
মানববন্ধনে বক্তারা বলেন, জিয়াউর রহমানের অবদান জাতি কখনও ভুলবে না। তারেক রহমান গণতন্ত্র রক্ষার সংগ্রামে নেতৃত্ব দিচ্ছেন। তাকে নিয়ে কটুক্তি মানে দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের ওপর আঘাত।
বক্তারা দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থার দাবি জানান। একইসঙ্গে ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি হলে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।
মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলু, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন হাওলাদার, জেলা জাসাসের আহ্বায়ক মো. জাহিদুল ইসলাম, সদস্য সচিব অ্যাডভোকেট খায়রুল বাসার শামীম, মহিলা দলের সিনিয়র সহসভাপতি তামান্না জামান, জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল কালাম শেখ, যুগ্ম আহ্বায়ক রিয়াজ মাহমুদ, যুগ্ম আহ্বায়ক সোহেল রানা প্রমুখ
বাংলাদেশ সময়: ১৭:০৪:৪২ ● ১৯৯ বার পঠিত
