
শনিবার ● ১৯ জুলাই ২০২৫
নেছারাবাদে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক
হোম পেজ » পিরোজপুর » নেছারাবাদে ৫ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটকসাগরকন্যা প্রতিবেদক, নেছারাবাদ (পিরোজপুর)
পিরোজপুরের নেছারাবাদে ৫ কেজি গাঁজাসহ মো. মফিজুর রহমান (৫৫) নামে এক চিহ্নিত মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ।
শুক্রবার (১৮ জুলাই) রাতে উপজেলার পশ্চিম সোহাগদল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। মফিজুর উপজেলার সোহাগদল ইউনিয়নের বরছাকাঠী গ্রামের মৃত কেরাতম আলী ডাকুয়ার ছেলে।
ডিবি পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান চালিয়ে পশ্চিম সোহাগদলের একটি খালের ঘাটলায় মাদক কেনাবেচার সময় উপস্থিত হয় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মফিজুর পালানোর চেষ্টা করলে তাকে ধরে ফেলা হয়।
তার সঙ্গে থাকা বাজারের একটি সাদা ব্যাগ তল্লাশি করে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে তাকে থানায় নিয়ে যাওয়া হয়।
নেছারাবাদ থানার ওসি মো. বনি আমিন জানান, মাদকের মামলায় তাকে আদালতে পাঠানো হয়েছে।
বাংলাদেশ সময়: ১০:১৪:৫৮ ● ১৬১ বার পঠিত