শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫

কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

হোম পেজ » পটুয়াখালী » কলাপাড়ায় লেক থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার
শুক্রবার ● ১৮ জুলাই ২০২৫


 

মৃতদেহ লেক থেকে উদ্ধার করে নিয়ে যাওয়া হচ্ছে

সাগরকন্যা প্রতিবেদক, কলাপাড়া (পটুয়াখালী)

 

পটুয়াখালীর কলাপাড়ায় অজ্ঞাতনামা এক যুবকের (বয়স আনুমানিক ৩৮) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকাল ১০টার দিকে উপজেলার টিয়াখালী ইউনিয়নের নাচনাপাড়া গ্রামের টেন্ডলের ঘোঝা সংলগ্ন একটি লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

 

স্থানীয়রা জানান, কালো প্যান্ট ও কালো গেঞ্জি পরিহিত যুবকের মরদেহ ওই লেকে ভেসে থাকতে দেখেন। পরে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ ফোন দিলে কলাপাড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

 

কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুয়েল ইসলাম জানান, মরদেহে আঘাতের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটি হত্যা না অন্য কোনো কারণে মৃত্যু- তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।

 

তিনি আরও জানান, মরদেহটি ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

বাংলাদেশ সময়: ১১:৩৯:৩৬ ● ১০২ বার পঠিত