
মঙ্গলবার ● ১৫ জুলাই ২০২৫
কুয়াকাটা উপকূলে স্থল নিম্নচাপ, উত্তাল সাগর
হোম পেজ » আবহাওয়া » কুয়াকাটা উপকূলে স্থল নিম্নচাপ, উত্তাল সাগরসাগরকন্যা প্রতিবেদক, কুয়াকাটা (পটুয়াখালী)
দেশের দক্ষিণপশ্চিম উপকূলে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে স্থল নিম্নচাপে পরিণত হয়েছে এবং তা একই এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে। উত্তাল রয়েছে কুয়াকাটা সংলগ্ন সমুদ্র। তীরে আছড়ে পড়ছে বড় বড় ঢেউ।
নদ-নদীর পানির উচ্চতা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেড়েছে। কুয়াকাটা-কলাপাড়ার বিভিন্ন স্থানে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি বৃষ্টি হচ্ছে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পটুয়াখালীসহ ১৩ জেলায় দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এ জন্য পায়রাসহ সব সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। মাছ ধরার ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ সময়: ১১:০৫:৪৪ ● ৮৩ বার পঠিত