রবিবার ● ১৩ জুলাই ২০২৫

আমতলীতে ককটেল বিস্ফোরণ, চেয়ারম্যানকে তুলে নেওয়ার চেষ্টা, আহত ১০

হোম পেজ » বরগুনা » আমতলীতে ককটেল বিস্ফোরণ, চেয়ারম্যানকে তুলে নেওয়ার চেষ্টা, আহত ১০
রবিবার ● ১৩ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, আমতলী (বরগুনা)

 

আমতলী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো. জাহিদুল ইসলাম মিঠুকে তুলে নেওয়ার চেষ্টা করে অর্ধশতাধিক সন্ত্রাসী। রোববার বেলা ১১টার দিকে খুরিয়ার খেয়াঘাট ইউনিয়ন পরিষদ কার্যালয়ে এ ঘটনা ঘটে। এ সময় দুটি ককটেল বিস্ফোরণে ইউপি সদস্যসহ আহত হন অন্তত ১০ জন। পরে নৌবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন এবং দুইজনকে আটক করে আমতলী থানায় হস্তান্তর করেন।

 

চেয়ারম্যান জাহিদুল ইসলাম বলেন, যুবদল সভাপতি ও ইউপি সদস্য ফিরোজ খাঁনের নেতৃত্বে সন্ত্রাসীরা তাকে পরিষদ থেকে টেনে-হেঁচড়ে তুলে নিতে চেষ্টা করে। সেবা নিতে আসা নারী-পুরুষ মানবঢাল তৈরি করে তাকে রক্ষা করেন। প্রতিবাদ করায় ইউপি সদস্য সোহেল খাঁনকে মারধর করে হামলাকারীরা। বিস্ফোরণে সোহেল খাঁন, রাহাত মোল্লাসহ অন্তত ১০ জন আহত হন। তাদের মধ্যে দুজনকে বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠানো হয়েছে।

 

চেয়ারম্যানের অভিযোগ, গত ১৯ জুনও ফিরোজ খাঁন তাকে অবরুদ্ধ করে জোরপূর্বক ২১ দিনের দায়িত্বপত্রে স্বাক্ষর নেন। আজ (রোববার) সেই সময়সীমা শেষ হলে তিনি অফিসে কাজে যোগ দেন।

 

ঘটনার পর আমতলী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) তারেক হাসান ও সহকারী পুলিশ সুপার মো. তারিকুল ইসলাম মাসুদ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

 

আমতলী থানার ওসি মো. আরিফুল ইসলাম আরিফ এ প্রসঙ্গে বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

বাংলাদেশ সময়: ২০:৩০:২৭ ● ৭৮ বার পঠিত