শনিবার ● ১২ জুলাই ২০২৫

বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত

হোম পেজ » বরিশাল » বাবুগঞ্জে কেদারপুর ইউনিয়ন বিএনপির সম্মেলন অনুষ্ঠিত
শনিবার ● ১২ জুলাই ২০২৫


 

---

সাগরকন্যা প্রতিবেদক, বাবুগঞ্জ (বরিশাল)

বরিশালের বাবুগঞ্জ উপজেলার কেদারপুর ইউনিয়ন বিএনপির ত্রিবার্ষিক সম্মেলন ও নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

 

শনিবার (১২ জুলাই) সকাল ১১টায় মধ্য ভুতেরদিয়া মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ সম্মেলন শুরু হয়। এতে সভাপতিত্ব করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. কামাল হোসেন হাওলাদার।

 

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সদস্যসচিব ওয়াহিদুল ইসলাম প্রিন্স। সঞ্চালনায় ছিলেন দুলাল চন্দ্র সাহা ও মোস্তফা দুয়ারী।

 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহ্বায়ক সুলতান আহমেদ খান, যুগ্ম আহ্বায়ক আব্দুল করিম হাওলাদার, কাজী নজরুল ইসলাম মিরন, নজরুল ইসলাম বাদশা, আরিফুর রহমান শিমুল শিকদার, মোস্তাফিজুর রহমান ফারুক, অহিদুল ইসলাম খান, জেলা বিএনপির সদস্য সাইফুল ইসলাম, শ্রমিক দলের সভাপতি ফরিদ হোসেন, সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিন্টু এবং উপজেলা ছাত্রদলের সদস্যসচিব ইয়াসির আরাফাত প্রমুখ।

 

সম্মেলন শেষে কাউন্সিলরদের ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন মো. কামাল হোসেন হাওলাদার এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হন মোস্তফা দুয়ারী।

 

সম্মেলনে বক্তারা বলেন, আজকে কেদারপুর ইউনিয়নে একটি শক্তিশালী কমিটি গঠিত হলো। আগামীতেও রাজপথে সক্রিয়, ত্যাগী ও নির্যাতিত নেতাকর্মীদের মূল্যায়ন করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হবে।

 

নবনির্বাচিত সভাপতি কামাল হোসেন বলেন, সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে কাজ করব। বিএনপির আদর্শ বাস্তবায়নে আমাদের কমিটি নিরলস পরিশ্রম করবে।

বাংলাদেশ সময়: ২২:০০:৩৫ ● ৩৬ বার পঠিত