বুধবার ● ৯ জুলাই ২০২৫

গৌরনদীতে আইনজীবীর সহকারী ইয়াবাসহ গ্রেফতার

হোম পেজ » বরিশাল » গৌরনদীতে আইনজীবীর সহকারী ইয়াবাসহ গ্রেফতার
বুধবার ● ৯ জুলাই ২০২৫


---

সাগরকন্যা প্রতিবেদক, গৌরনদী (বরিশাল) 

 

বরিশাল জজ কোর্টের এক আইনজীবীর সহকারী শহিদুল ইসলাম বেপারীকে ১৬১ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

 

মঙ্গলবার রাত ৯টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে গৌরনদী ফিসারী অফিসের সামনে ঢাকা-বরিশাল মহাসড়কে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। তার শরীর তল্লাশি করে নীল প্যাকেটে রাখা ইয়াবাগুলো এসময় উদ্ধার করা হয়েছে।

 

শহিদুল ইসলাম গৌরনদীর তারাকুপি গ্রামের বাসিন্দা। তার বিরুদ্ধে গৌরনদী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাকে বরিশাল আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানান গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া।

বাংলাদেশ সময়: ১৩:০৮:৩০ ● ৬৭ বার পঠিত